

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে জীবন্ত মাছ আটকে মোহাম্মদ ইমরান হোসেন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগারচর এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ ইমরান চাগারচর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। বাবা মোহাম্মদ হোসেন পেশায় একজন জেলে।
স্থানীয় নোমান রিজভী বলেন, শিশুটির বাবা হোসেন সাঙ্গু নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। প্রতিদিন সাঙ্গু নদীতে মাছ ধরে বাড়িতে রেখে স্থানীয় বাজারে বিক্রি করার জন্য বের হয়ে যান। আজ শনিবার সকালে সাঙ্গু নদীতে মাছ ধরে বাড়ির বারান্দায় রাখেন। সেখান থেকে একটি মাছ মুখে নিয়ে নেয় ইমরান। পরে কান্নাকাটি শুরু করলে মুখে মাছ আটকে যাওয়ার বিষয়টি তারা বুঝতে পারেন। তাৎক্ষণিক তাকে দোহাজারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, সকালে গলায় মাছ আটকে যাওয়া এক শিশুকে আনা হয়। তবে শিশুটির অবস্থা ভালো না হওয়ায় উন্নতর চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে।
মানবকণ্ঠ/এসএ