

ময়মনসিংহের মুক্তাগাছায় জামাত নেতা শামীমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার তারাটি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শামীমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ১৯৮৫ সাল থেকে শামীম শিবিরের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছে। শামীম এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। শামীমের বিরুদ্ধে মুক্তাগাছার তারাটি পূর্বপাড়ায় মোয়াজ্জেম হোসেনের (৪৪) বসতবাড়ির উঠানে জামাত ইসলামী ও শিবিরের নেতাকর্মীদের সাথে নিয়ে গোপন বৈঠক বসিয়া দেশ ও সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানা গেছে।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, শামীম জামাত শিবিরের রাজনীতির সাথে ১৯৮৫ সাল থেকে সম্পৃক্ত। শনিবার আসামি শামীমকে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ প্রেরণ করা হয়েছে।
মানবকণ্ঠ/এসএ