রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক শেষে ফিরে গেল মিয়ানমার প্রতিনিধিদল

- উপজেলা প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২৫ মে ২০২৩, ২০:৫৮, আপডেট: ২৫ মে ২০২৩, ২১:০৪
সম্ভাব্য প্রত্যাবাসনকে সামনে রেখে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে তিন ঘন্টা বৈঠক শেষে ফিরে গেলেন মিয়ানমার প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে টেকনাফের জাদিমুড়া শালবাগান ক্যাম্পে দুইশর বেশি নারী-পুরুষ রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক শেষে পৌরসভা জালিয়াপাড়াস্থল টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে কার্গো ট্রলারে মিয়ানমারের ১৪ সদস্যর প্রতিনিধিদল ফিরে যায়।
এর আগে একই দিন সকাল ৯ টায় বাংলাদেশে আসেন এই প্রতিনিধিদলটি। এসময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছুদ্দৌজাসহ সরকারি কর্মকর্তারা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেদেশের দলের নেতৃত্ব ছিল দেশটির মিনিস্ট্রি অব সোস্যাল অ্যাফেয়ার্সের মংডুর আঞ্চলিক পরিচালক অং মাইউ। এছাড়া ঢাকাস্থ মিয়ানমার এম্বাসাডরের দুই জন সদস্যও বৈঠকে অংশ নেয়।
বৈঠকে অংশ নেওয়া কয়েকজন রোহিঙ্গা জানান, সকালে টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ২’শ বেশি নারী-পুরুষ রোহিঙ্গাদের সাথে মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন। এতে আরআরআরসি কার্যালয়ের কর্মকর্তাসহ বাংলাদেশের সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এসময় রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে তাদের নিজ দেশে নাগরিকত্ব, ভিটেমাটিসহ সেদেশের অন্য জনগোষ্ঠীদের মতো চলাচলের স্বাধীনতা দেওয়ার দাবি তুলেন।
বৈঠকে অংশ নেওয়া জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সেলিম জানান, সম্প্রতি সময় আমরা রাখাইন পরির্দশনকালে যেসব কথা বলেছিল। সেই একই কথা এখানে এসে বলেছেন মিয়ানমার প্রতিনিধিদল। তাঁরা (মিয়ানমার দল) আমাদের এনবিসি কার্ড দিয়ে সেদেশে ক্যাম্পে নিয়ে যাওয়া কথা বলছেন। কিন্তু এভাবে আমরা যেতে রাজি না।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান (আরআরআরসি) বলেন, রোহিঙ্গাদের দাবিগুলোর বিষয়ে মিয়ানমার প্রতিনিধিদল, সেদেশে থাকা রোহিঙ্গা এমবিসির মাধ্যমে নাগরিত্বের জন্য এবং পাসপোর্টের আবেদন করেছে, তারা পাসপোর্ট পেয়েছে দুইজন রোহিঙ্গা। আর যাদের জমিজামা আছে, তাদের ডুকুমেন্ট দেখে বিবেচনা করবে। আমরা স্বেচ্ছায় যেসব রোহিঙ্গা মিয়ানমারে যেতে রাজি হবে তাদের এ আলোচনা শেষে দ্রুত প্রত্যাবাসন করা হবে।
এদিকে, গত ৫ মে বাংলাদেশ সরকার ও রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল রাখাইন সফর করে রাখাইনে ফিরে যাওয়ার পরিস্থিতি দেখতে। এর আগে ১৫ মার্চ মিয়ানমার প্রতিনিধিদল বাংলাদেশে আসে। সেসময় প্রায় ৫০০ জন রোহিঙ্গাদের তথ্য যাচাই বাছাই শেষে মিয়ানমার ফিরে যায়।
মানবকণ্ঠ/এসএ


