গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


  • উপজেলা প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২৫ মে ২০২৩, ২০:৪২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল ঢালীবাড়ি এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম শুক্কুর আলী (৬৫)। তিনি ধামাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিহত শুক্কুর আলী ধামাইল ঢালীবাড়ি এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় শুক্কুর আলী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক হারন অর রশিদ বলেন, নিহতের স্বজনেরা ঘটনাস্থল থেকে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ নিয়ে গেছেন।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar