রাজাপুরে নালায় পড়ে শিশুর মত্যু

- জেলা প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২৫ মে ২০২৩, ২০:১৫, আপডেট: ২৫ মে ২০২৩, ২০:২২
ঝালকাঠির রাজাপুরে নালার পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রাম এ ঘটনা ঘটে। শিশুটির নাম মাে. আবিদ হাসান। সে ওই এলাকার মাে. জসিম কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবিদ ও তার বড় ভাই আদনান (আড়াই বছর) বাড়ির পাশে খেলা করছিল। খেলা করতে গিয়ে পাশের নালায় জমে থাকা বৃষ্টির পানির মধ্যে আবিদ পড়ে যায়। আবিদকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানা ওসি (তদন্ত) মাে. ফিরােজ কামাল বলেন, পরিবারের কােন অভিযােগ না থাকায় শিশুটির লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য গত রবিবার (২১ মে) থেকে বৃহস্পতিবার (২৫ মে) পর্যন্ত এ উপজেলায় তিন শিশুর পুকুর ও নালার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মানবকণ্ঠ/এসএ


