বাউফল মাদক ব্যবসায়ী আটক


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ০২ এপ্রিল ২০২৩, ১৪:৩৮

পটুয়াখালীর বাউফলে এক কেজি তিনশ' গ্রাম গাঁজাসহ মো. সোহাগ ওরফে সালাম সোহাগ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আজ রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমানের তত্ত্বাবধানে এসআই ফিরোজ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী সোহাগের বসতঘরে অভিযান চালিয়ে এবং তার দেয়া তথ্য অনুযায়ী নির্ধারিত স্থান থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং সোহাগকে আটক করা হয়।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো।


poisha bazar