নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে: বাণিজ্যমন্ত্রী


  • অনলাইন ডেস্ক
  • ৩১ মার্চ ২০২৩, ১৯:৪৯,  আপডেট: ৩১ মার্চ ২০২৩, ১৯:৫৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার চাপ কমে যাওয়ায় পণ্যের দাম কমেছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুরে সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। দেশে অনেক পণ্যের দাম কমেছে। তা আরও কমে আসবে। নিত্যপণ্যের যে দাম সরকার বেঁধে দিয়েছে, সেই দামেই বিক্রি হচ্ছে।

তিনি বলেন, বতর্মানে পেঁয়াজের দাম কমে গেছে। ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছি। যাতে করে দেশের কৃষকদের পেঁয়াজে ন্যায্যমূল্য নিশ্চিত হয়।

মন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে। দুই দেশের পণ্য আমদানি-রপ্তানির আলোচনাও এগিয়েছে। আগামী মে মাসে তাদের সঙ্গে হাইড্রোপাওয়ারের চুক্তি হওয়ার কথা রয়েছে। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar