উখিয়ায় পাহাড় চাপায় ৩ রোহিঙ্গা নিহত


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২৯ মার্চ ২০২৩, ২১:৪১,  আপডেট: ২৯ মার্চ ২০২৩, ২১:৪৪

কক্সবাজারের উখিয়ায় পাহাড় চাপা পড়ে ৩ জন রোহিঙ্গা নিহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে তিনটা থেকে ৪ টার মধ্যে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুহুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তিনজনই রোহিঙ্গা।

নিহত রোহিঙ্গারা হলেন, ক্যাম্প ১ ইস্টের বি ব্লকের মৃত মোহাম্মদ ওয়ারেসের পুত্র সৈয়দ আকবর, ক্যাম্প ১ ওয়েস্ট এলাকার মৃত আব্দুল মতলবের ছেলে জাহিদ হোসেন, এবং ক্যাম্প ১৭ এলাকার সুলতান আহমদের পুত্র নুর কবির।

উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়ার রাজাপালং ইউপিস্থ ০৬ নং ওয়ার্ডের অন্তর্গত মুহুরিপাড়া নামক এলাকায় পাহাড় কাটতে গিয়ে ৩ জন রোহিঙ্গা মাটি চাপা পড়ার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
পরে, ভিকটিমদের লাশের সুরতহাল প্রস্তুত ও লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়।

এছাড়া উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মানবকণ্ঠ/আরএইচটি


poisha bazar