রাউজানে আমির হাটের ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২৯ মার্চ ২০২৩, ২১:৩২, আপডেট: ২৯ মার্চ ২০২৩, ২১:৩৯
চট্টগ্রামে রাউজান উপজেলা হলদিয়া আমির হাটের সবজি ব্যবসায়ী মুহাম্মদ হোসেন (৬৫) নামের এক ব্যবসায়ীর হঠাৎ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, তিনি দীর্ঘ ত্রিশ বছর যাবত অত্র বাজারে সবজির ব্যবসা করে আসছেন। প্রতি দিনের মত ঐদিনও ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছিলেন, তিনি ঘরের জন্য মাছ ক্রয় করেন আলমগীর নামের জৈনিক ক্রেতার নিকট ২০ কেজি টমেটো বিক্রি করেন। এর পর প্রাকৃতির ডাকে সাড়া দিতে গেলে রাস্থার পার্শে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাহাবুবুল আলম বলেন- তার বাড়ি উত্তর সর্তা তিনি পুরো দিনই সুস্থ ছিলেন। আমির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন ইলিয়াস সওদাগর বলেন মুহাম্মদ হোসেন দীর্ঘ ৩০ বছর যাবৎ সবজি বিক্রি করে আসছেন। তিনি অত্র আমির হাট বাজারের পরিচিত ব্যবসায়ী সদস্য।
বাজার কমিটির সদস্য মুহাম্মদ শাহজাহান সওদাগর যানান - তার বাড়ি হলদিয়া উত্তর সর্তা আমির আলী সিকদার বাড়ি, মৃত হোসেন সওদাগরের ছেলে সাদিদ বলেন - আমার আব্বু একজন সুস্থ মানুষ হঠাৎ এভাবে চলে যাবেন কখনো ভাবিনি। প্রতিবেশী রফিক উদ্দিন বলেন তারঁ চার মেয়ে, দুই ছেলে, তিনি নিজে সবজি বিক্রি করে অত্যন্ত দরিদ্রতার সাথে সংসার নিবারন করে যাচ্ছিলেন, তিনি চার মেয়ের মধ্যে তিনজন বিবাহ দিলেও ছোট মেয়ের অবিবাহিত, বর্তমান সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/আরএইচটি


