নলছিটিতে স্বাধীনতা দিবসের ব্যানারে ‘স্বাধীনতা’ বানানই ভুল


  • অনলাইন ডেস্ক
  • ২৬ মার্চ ২০২৩, ২১:১৪

ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অভিবাদন মঞ্চের ব্যানারে ‘স্বাধীনতা’ বানানেই ভুল করেছে কর্তৃপক্ষ। স্থানীয় চায়না মাঠে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে বিষয়টি সবার চোখে পড়ে। কর্তৃপক্ষের উদাসিনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে উপস্থিত অনেকেই।

জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নলছিটি উপজেলা প্রশাসন চায়না মাঠে নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে অভিবাদন মঞ্চে পতাকা উত্তোলন করতে ওঠেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। তাদের মঞ্চের উপরের অংশে টানানো ব্যানারে ‘স্বাধীনতা’ বানানই ছিল ভুল। সেখানে ‘স্বাধীনত’ লেখা হয়। অনুষ্ঠানে ছালাম গ্রহণকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নজড়ে আসে বিষয়টি। পরে এ নিয়ে উপস্থিত নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ভুল ব্যানারেই অনুষ্ঠান শেষ করে কর্তৃপক্ষ। অনেকেই এই ভুলকে মুক্তিযুদ্ধের চেনতার বিরোধী শক্তির কোন কারসাজি কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত এইচ এম সিজার বলেন, প্রশাসন কতটা উদাসিন হলে এরকম একটি বানান ভুল হতে পারে। সেটাও আবার মঞ্চের সামনে টানানো মূল ব্যানারেই। আসলে খুবই দুঃখজনক আমরা এ রকমটা আশা করিনি। এ ব্যাপারে তাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল।

অনুষ্ঠানে উপস্থিত স্কুল শিক্ষার্থীর অভিভাবক ইদ্রিস হাওলাদার বলেন, আমার জন্ম ১৯৭১ সালে। আমি কখনো স্বাধীনতা দিবসের ব্যানারে বানান ভুল এটা দেখিনি। এ বছর প্রশাসন কেন এই ভুলটি করল বুঝতে পারছি না। তাদের সতর্ক থাকা উচিৎ ছিল। কারণ এই ভুল দেখে শিক্ষার্থীরাও ভুল করতে পারে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজিব চক্রবর্তী বলেন, আসলে এটা ডেকরেটর মালিকের ভুল। অভিবাদন মঞ্চ তৈরি করার দায়িত্বে কে ছিলেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সবাই মিলেই তৈরি করেছি।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আর নাহিদ বলেন, আসলে বিষয়টা আমি জানি না। আমাকে এ ব্যাপারে কেউ আগে অবগত করেনি।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar