স্বাধীনতাকে যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

- অনলাইন ডেস্ক
- ২৬ মার্চ ২০২৩, ২০:৪৪
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, স্বাধীনতাকে যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে।
রোববার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। এই স্বাধীনতাকে যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে।
তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধারা একবারই জন্মায়। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতি বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হানুরুর রশীদ, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবীর ও সরদার মাহাবুবার রহমান।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ ও মকবুল হোসেন মিন্টু। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআরএস


