দিনাজপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২৬ মার্চ ২০২৩, ১৯:০৯,  আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১৯:১৭

দিনাজপুর সদরে কীটনাশক সেলস ম্যান জিয়াউর রহমান হত্যার মামলার মুল আসামি মাসুদ রানা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মার্চ) দুপুর ২ টার দিকে পুলিশ সুপার শাহ ইাফতেখার আহমেদ হত্যাকারী যুবককে আটকের সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন । এ সময় হত্যা হত্যাকাণ্ডে ব্যবহৃত বাটাল  ভিকটিমের মোবাইল (পুকুর হতে উদ্ধার করা হয়েছে) ।

পুলিশ সুপার জানান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম ও আব্দুল্লাহ আল মাসুম ও সদর সার্কেল জিণ্ণাত আল মামুনের পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহার করে গত শনিবার (২৫ মার্চ) রাতে মাসুদ রানা (২২)কে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ রানা সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট (চাউলিয়াপাড়া) গ্রামের জুয়েল কসাই ছেলে । আর নিহত জিয়াউর রহমান (২৯) একই ইউনিয়নের হরিহরপুর গ্রামের সাহাজ উদ্দীনের ছেলে।

পুলিশ সুপার আরোও জানান, জিয়াউর রহমান একটি কীটনাশক কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি বাড়ী হওয়ায় মাসুদ রানা ও জিয়াউর রহমানের সাথে বন্ধুত্ব ছিল। এজাহার নামীয় অপর আসামি মাসুদ রানা তার কাছ থেকে ৪ হাজার ৮০০ টাকা ধার নিয়ে সেটা পরিশোধ না করায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

শুক্রবার (২৪ মার্চ) সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের তাঁতীপাড়া এলাকার একটি পুকুরপাড়ের খড়ের গাদা নিকট মাসুদ রানা ভিকটিম জিয়াউর রহমান বাটাল দিয়ে ঘারের নিচে কোপ দেয়। এতে জিয়াউর মাটিতে পড়ে গেলে মাসুদ রানা বাটাল দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত হলে খড়ের গাদার নীচে ফেলে দিয়ে চলে যায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাটালটি পুকুরে ফেলে দেয় ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে নিহতের ভাই হত্যা মামলা দায়ের করলে আমরা আসামিদের ধরতে অভিযান চালাই। ওই রাতেই নিজ বাসা থেকে আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ মার্চ এই হত্যা মামলার অপর আসামি শাহিনুর রহমান (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে । তাকেও আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar