ভান্ডারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২৬ মার্চ ২০২৩, ১৭:২৮
রবিবার (২৬ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা থেকে রাকিব হাওলাদার (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চরখালী গ্রামের মো. শামীম হাওলাদার এর ছেলে।
রাজপাশা গ্রামের (৬নং ওয়ার্ড)ইউপি সদস্য ওবায়দুল হোসেন মিন্টু জানান, রাকিব চরখালী থেকে শনিবার বিকেলে নানা বাড়ীতে বেড়াতে এসে নানা বাড়ীর পেছনের একটি আম গাছের ডালের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে রাকিবের সঙ্গে তার স্ত্রী ডিভোর্স এর পর থেকে সে হতাশাগ্রস্থ হয়ে পড়েছিল। খবর পেয়ে থানা পুলিশ রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার উপ পুলিশ পরিদর্শক মো. আইউব জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
মানবকণ্ঠ/এসএ


