নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২৪ মার্চ ২০২৩, ২০:১৫,  আপডেট: ২৪ মার্চ ২০২৩, ২০:২১

নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ফেনসিডিল বহনকারী পিকআপ ভ্যানটি।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, শহরের আড়াইআনি বাজারে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাঈদুর রহমান অভিযান চালায়।

পাশ্ববর্তী উপজেলা হালুয়াঘাট সীমান্ত থেকে ফেনসিডিল বহনকারী পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আড়াইআনি বাজার অতিক্রম করার সময় পুলিশ তাদের ফেনসিডিল সহ আটক করে।

আটককৃতরা হলো, শেরপুরের সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র আসাদুজ্জামান দুর্জয় (২৩), শেরপুরের খাসপাতা গ্রামের মোমিন মিয়ার পুত্র সবুজ মিয়া ( ১৯) ও পটুয়াখালি জেলার গলাচিপা বড়গাবুয়া গ্রামে হাবিবুর রহমানের পুত্র পিকআপ চালক হারুণ ( ৩২)। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar