টেকনাফে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২৪ মার্চ ২০২৩, ১৯:৩৭,  আপডেট: ২৪ মার্চ ২০২৩, ১৯:৪৬

টেকনাফে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পৌরসভার বিভিন্ন বাজার পরিদর্শন করেন উপজেলা প্রশাসন। এসময় চারটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান এর নেতৃত্বে পৌরসভায় বাজার গুলো পরিদর্শন করে এবং ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমফানুল হক চৌধুরী, মডেল থানার উপ-পরিদর্শক রাজেশ বড়ুয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

বাজার মনিটরিং করার সময় উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ও বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পরিদর্শন করেন। ব্যবসায়ীরা যাতে পণ্যদ্রব্য মজুদ করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে, সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে পুরো রমজান মাসেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট মাঠে থাকবে। 

তিনি আরো বলেন, রমজান মাসের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণ, পাইকারী ও খুচরা পণ্য বিক্রয়ের সাথে জড়িত ব্যবসায়ীগণ বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনকরণ পঁচা, বাসি, ভেজাল খাদ্যদ্রব্য পরিবেশন ও বিক্রি করা থেকে বিরত করণ, শাক সবজি, ফলসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও ফরমালিন ব্যবহার প্রতিরোধ করণে এই উদ্যোগ নেয়া হয়।

মানবকণ্ঠ/এসএ

 


poisha bazar