বিএনপির হুঙ্কার জনগণই প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২১ মার্চ ২০২৩, ১৯:৪৪, আপডেট: ২১ মার্চ ২০২৩, ১৯:৪৭
নির্বাচনই ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত। ভয়ভীতি দেখিয়ে নির্বাচন বানচাল কিংবা প্রতিহত করবে এ রকম আস্ফালন তোয়াক্কা করে না বাংলাদেশের মানুষ। কারণ এই দেশের মানুষ শান্তিপ্রিয় এবং সমৃদ্ধি ও উন্নয়ন চায়। বিএনপির নির্বাচন প্রতিহত করার হুঙ্কার মানুষই প্রতিহত করবে ও সমুচিত ব্যবস্থা নেবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন তার হাত ধরেই দেশ এগিয়ে যাবে।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। ম্যুরাল উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদর্শন ও দোয়া করেন তিনি।
এ সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য রায়েবা আলীম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক উপস্থিত ছিলেন। পরে তিনি পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এতে প্রধান বক্তা হিসেবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য রাবেয়া আলীম বক্তব্য দেন।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম।
মানবকণ্ঠ/এসএ


