অপহরণের ৭ দিন পর উদ্ধার হল সেতু হালদার


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ১৮ মার্চ ২০২৩, ২০:৩৮,  আপডেট: ১৮ মার্চ ২০২৩, ২০:৪৬

মাদারীপুরের রাজৈরের দীপচাঁদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সেতু হালদারকে অপহরণের ৬ দিনের মাথায় ঢাকার গাবতলী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব ৪। এসময় অপহরণকারী অনুপম বারই (২২), রাসেল শেখ (২৩), মাসুদ রানা (২২)কে আটক করা হয়।

সেতু হালদারকে গত শুক্রবার (১০ মার্চ) সোনার লোভ দেখিয়ে প্রতিবেশী অনুপম বাড়ই কৌশলে ঢাকা নিয়ে আটকে রেখে পরিবারের কাছে প্রথমে দুই লাখ ও পরে ছয় লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেন অনুপম ও তার সঙ্গীরা। সেতু হালদার উপজেলা সাতপাড় গ্রামের সন্তোষ কুমার হালদারের ছেলে।

সেতু হালদার জানান, আমাকে গত শুক্রবার ১০ তারিখ টেকেরহাট থেকে সোনার লোভ দিয়ে ঢাকা নিয়ে আটকে রেখে মারপিট করে ও আমার ফোন দিয়ে প্রথমে নানা ২ লক্ষ টাকা ও পরে মার কাছে এসে ৬ লাখ টাকা দাবি করে।

সেতু হালদারের মা তাপসি হালদার জানান, আমার ছেলের ফোন থেকে আমার ফোনে ফোন আসে তাকে জীবিত পেতে হলে ৬ লক্ষ টাকা দিতে হবে এ কথা শুনে আমরা রাজৈর থানায় এসে জিডি করি। জিডির বলে র‌্যাব ৪ এর সাহায্য নিয়ে আমার ছেলেকে উদ্ধার করি গত বৃহস্পতিবার।

রাজৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, সেতু হালদার অপহরণ হওয়ার পরে তার মা এসে আমাদের থানায় একটি জিডি করে পরে আমরা জিডির বলে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে বুঝতে পারি সেতু হালদার ঢাকা আছে। পরে আমাদের থানা পুলিশের সহযোগিতা নিয়ে ঢাকা র‌্যাব ৪ সেতু ও অপহরণকারীদের কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে রাজৈর থানায় একটি অপহরণ মামলা হয়েছে।

আসামিদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপহরণকারী অনুপম বাড়ই (২২) মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামের নিরাঞ্জন বাড়ই ছেলে, অপর দুই জনের মধ্যে রাশেল শেখ (২৩) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার নান্দাইল গ্রামের হিরার ছেলে এবং মাসুদ রানা (২২) মানিকগঞ্জের সিংগার থানার শ্যারল বাজার এলাকার উজ্জ্বল বেপারীর ছেলে।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar