আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বরগুনায় রেডক্রিসেন্ট নির্বাচন স্থগিত


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ১৮ মার্চ ২০২৩, ১৮:৩৭

বরগুনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উল্লেখ করে নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৭ মার্চ) রাতে বরগুনা জেলা প্রশাসক বরাবর পাঠানো এক এক চিঠিতে অপারগতা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় কমিশন। এর প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবারের (১৮ মার্চ) নির্বাচন স্থগিত করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নির্বাচনকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

ঘোষিত তফসিল অনুযায়ী ২০২২ সালের স্থগিত হওয়া এ নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল শনিবার (১৮ মার্চ)। এতে ভাইস চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা।

কিন্তু প্রচারের শেষ সময়ে এসে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক আদেশে ৬০০ জন নতুন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে এ নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার জন্য বলা হয়। যা নিয়ে আগে থেকেই সাধারণ সম্পাদক প্রার্থী মো. হুমায়ুন কবির ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল ইসলাম গ্রুপের মধ্যে মতবিরোধ চলছিল। আদেশের পর তা উত্তাপে রূপ নেয়।

এর ফলে নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষে মধ্যে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন অন্তত ১০-১৫ জন। এতে রেডক্রিসেন্ট কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও পুনরায় নির্বাচন স্থগিত চেয়ে শুক্রবার (১৭ মার্চ) রাতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar