রাজৈরের গাড়ি চাপায় ভ্যান যাত্রী নিহত, আহত ২


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:২৬,  আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:৪০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের সানেরপাড় এসআর ফিলিং স্টেশনের সামনে রোববার দিবাগত রাত একটায় গাড়ি চাপায় ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এসময় ভ্যান চালক ও আরেক যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয় ও পরিবার সুত্র জানায়, ৩০ জানুয়ারি সোমবার প্রথম প্রহরে উপজেলার সাধুরব্রীজে ওয়াজ মাহফিলের মেলা থেকে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন তিন জন, এসময় সানেরপাড় নামক স্থানে এলে ভ্যানটিকে পিছনে থেকে চাপা দেয় একটি গাড়ি, চাপা দেওয়া গাড়িটি মূহুর্তে সটকে পড়ে, স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জলিল বেপারী( ৫৫) কে মৃত ঘোষণা করে, এসময় গুরুতর আহত ভ্যান চালক নুর হক (৪০) কে ফরিদপুরে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে, এ ঘটনার আরেক যাত্রী জয়নাল মোল্লা আহত হয়েছেন, নিহত জলিল বেপারী রাজৈরে পৌরসভার কুঠিবাড়ির মৃত হাসান বেপারীর ছেলে।

মানবকণ্ঠ/আরএইচটি


poisha bazar