দুমকীতে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার ১

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২৪ জানুয়ারি ২০২৩, ২০:৪২
পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নেন সাতানী গ্রামে নারী নির্যাতন নিয়মিত মামলায় সাগর আহম্মেদ সাবু (৩৫) নামের এক যুবককে ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩৭৯, ৫০৬ ধারায় গ্রেপ্তার করেছে দুমকি থানাপুলিশ। যার মামলা নং-১০/২৩ তারিখ-২৩.০১.২০২৩। উক্ত মামলায় আরও দুই আসামি সাইফুল ইসলাম (৩০) ও সাবান (৩৩)-সহ অজ্ঞাতনামা ৪/৫জন আসামি আছেন।
জানা যায়, ১৯ জানুয়ারি বিকেল ৫টায় সাতানী গ্রামে এমদাদ হাওলাদারের ছেলে সাগর আহম্মেদ সাবু, আরেক ছেলে সাইফুল ও মেয়ে সাবানাসহ অন্যান্যরা জমিজমার বিরোধকে কেন্দ্র করে হামলা চালিয়ে ফুফু মিনারা বেগম (৫০) ও ফুফাতো বোন নুসরাত জাহান মিমকে মারধর করে গুরুত্বর আহত করে। আহতদের আশেপাশের লোকজন উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীর আছেন।
এ ঘটনায় মিনারা বেগম বাদী হয়ে দুমকি থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন মিনারা বেগম।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম ঘঠনার সত্যতা স্বীকার করে বলেন, সাগর আহম্মেদ সাবুকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত আছে।
মানবকণ্ঠ/এমআই


