ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ২৪ জানুয়ারি ২০২৩, ২০:০৭
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পরে মো. শাজাহান (৫০) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দেড়টার দিকে সদর উপজেলার বাংলা বাজার থেকে এক কিলোমিটার দক্ষিণে জয়নগর টেকনিক্যাল কলেজে কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি লালমোহন উপজেলার কুমার খালি গ্রামের মো. মজিবল হকের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে ৪০ জন যাত্রী নিয়ে জমাদ্দার পরিবহন নামে একটি বাস ভোলা বাসস্টপ থেকে চরফ্যাশনের উদ্দেশে রওয়ানা দেয়। বাসটি জয়নগর টেকনিক্যাল কলেজের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ২৭ জন হাসপাতাল ভর্তি হয়েছিল আর বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। এদের মধ্যে সন্ধ্যা ৭টার দিকে মো. শাজাহান নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানায়, নিহত ব্যক্তির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মানবকণ্ঠ/এমআই


