Image description

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা এলাকায় সাকুরা পরিবহনের যাত্রীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তিনি পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার মৌডুবি ইউনিয়নের খাসমহল গ্ৰামের মৃত আলিম মিয়ার ছেলে আব্দুস সোবহান আলি (৭০)।

সূত্রে জানা যায়, আজ সকালে সাকুরা পরিবহনে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর বেলা ১১টায় পরিবহনটি উজিরপুর উপজেলার সোনার বাংলা সাকুরা পাম্পে তেল সংগ্রহ করার জন্য থামালে অন্যান্য যাত্রীদের সঙ্গে তিনি গাড়ি থেকে নেমে বাথরুম শেষ করে পুনরায় গাড়িতে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্হানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/এমআই