

আমাদের জনজীবনে নৌপথ প্রতিপাদ্যে সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। দিবসটি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি কালীগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া।
আলোচনা সভায় অন্যদরে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা শাহদাৎ হোসেন তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিক সরকার প্রমুখ।
মানবকণ্ঠ/এমআই