ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ, পুলিশের বাঁধায় ছত্রভঙ্গ


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ২২ সেপ্টেম্বর ২০২২, ২১:১৩

বিএনপির উপর নির্যাতন, পুলিশের গুলিতে ছাত্র ও স্বেচ্ছাসেবক দল নেতাদ্বয়কে হত্যার প্রতিবাদে বিক্ষাভ মিছিল করেছে যুবদল। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার শহরের কামারপট্টি থেকে মিছিলটি শুরু হয়ে কুমারপট্টি হাজী জয়নাল কমপ্লেক্সের সামনে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে যুবদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিল পর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রবিউল হোসেন তুহিন। এসময় যুব ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনসাধারনের পক্ষে যখন বিএনপি কোন কর্মসূচি দেয়, তখনই সরকার আমাদের উপর নির্যাতন, হত্যা, গুম চালায়। আমরা এর প্রতিবাদে শান্তিপুর্ণ বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করলে আমাদের পুলিশ বাঁধা দেয়। গণতান্ত্রিকভাবে নাগরিক অধিকারও নেই আমাদের।

সদর থানার এসআই গৌতম ঘোষ জানান, কোন ধরনের অনুমতি না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তারা মিছিল শুরু করে। ঝালকাঠির পরিবেশ শান্ত রাখতে তাদের মিছিলে বাঁধা দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

মানবকণ্ঠ/এমআই


poisha bazar