কালিগঞ্জে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক


  • প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ১৮ আগস্ট ২০২২, ২১:০৬

সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় ১শ ৩০ বোতল ফেন্সিডিলসহ আলী নেওয়াজ গাজী (৫২) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী কালিগঞ্জ উপজেলার বারদহ গ্রামের ছুন্নত গাজীর ছেলে।

কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক জিল্লুর রহমান জানান, আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ঢাকায় পাচারের উদ্দেশ্যে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠের পাশে অপেক্ষা করছে এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্ব পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একটি বস্তায় রাখা ১৩০ বোতল ফেন্সিডিলসহ আলী নেওয়াজকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মানবকণ্ঠ/এমআই


poisha bazar