ঝিকরগাছায় যুব দিবসে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ১২ আগস্ট ২০২২, ১৮:৩৩
যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার হলরুমে এর আয়োজন করে 'পেন ফাউন্ডেশন'।
'বয়স-নির্বিশেষে সাম্য, সব বয়সীদের জন্য এক বিশ্ব' প্রতিপাদ্যে যুব দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী।
তিনি বলেন, যুবকদের সামগ্রীক উন্নয়নে যুব সংগঠন পেন ফাউন্ডেশনের গৃহীত উদ্যোগসমূহ প্রশংসার দাবিদার। এ সময় পড়াশুনা শেষ করে চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সকলের প্রতি আহ্বান জানান।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সভাপতি সফিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের প্রভাষক হারুন-অর রশীদ, আইটি বিশেষজ্ঞ টিপু সুলতান, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আয়ুব হোসেন, হিসাবরক্ষক রত্না ইসলাম প্রমুখ।
ট্রেনিং পরিচালনা করেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ। পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক যুব ও যুবনারীদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
মানবকণ্ঠ/এমআই


