পাঠানপাড়াতে বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ১৭ মে ২০২২, ২২:০৬
ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে রাস্তায় অল্প বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা। এতে যান চলাচল বিঘ্ন ঘটে, পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে। স্থানীয়দের অভিযোগ এ বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ (নালা) ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়।
মঙ্গলবার সকালে সামান্য বৃষ্টি হওয়ায় রাস্তায় জমে যায় পানি।এদিকে ভারী বর্ষণে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মো: মোস্তাকিম মন্ডল এর সাথে এ বিষয়ে কথা বলা হলে তিনি বলেন, এই বাজারে ড্রেনেজ ব্যবস্থার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলা আছে শীঘ্রই কাজ শুরু হবে। তবে স্থানীয়দের অভিযোগ বাজার উন্নয়ন কাজে অনেক দোকানপাট ও বাড়িঘর নির্মাণ হয় কিন্তু আসল ড্রেন বন্ধ করে তারা অপরিকল্পিত ভাবে কারো অনুমতি ছাড়া ড্রেন বন্ধ করে।
মানবকন্ঠ/পিবি


