১০ হাজার লিটার তেল উদ্ধার, প্রতিষ্ঠান সিলগালা

- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ১৪ মে ২০২২, ২২:২০
মানিকগঞ্জে সিংগাইর উপজেলার ধল্লা বাজারে আলতাফ স্টোর নামের একটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার রাত ৮টার দিকে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান রুমেল বলেন, আলতাফ স্টোর নামের একটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্র্যান্ডের এক, দুই ও পাঁচ লিটারের ৩ হাজার পাঁচশো লিটার তেল গুদামে মজুত অবস্থায় পাওয়া যায়। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল খুলে ড্রামে ভরা অবস্থায় ৬ হাজার পাঁচশো লিটার তেল পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি ২ লিটারের বোতলজাত তেল নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করে। এ সকল অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত তেল উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
অভিযানে সিংগাইর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানবকন্ঠ/পিবি



