৭ মার্চ উপলক্ষে সিলেটে কোতোয়ালী থানার আলোচনা সভা


- অনলাইন ডেস্ক
- ০৭ মার্চ ২০২১, ২০:০৪, আপডেট: ০৭ মার্চ ২০২১, ২০:০৮
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মার্চ) বিকেল ৩টায় সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদের সভাপতিত্ব ও কোতোয়ালী থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াসিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিআইডি সিলেট জোনের এসপি সুজ্ঞান চাকমা, অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কোতোয়ালী থানা কমিউনিটি পুলিশের সভাপতি লায়েক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়।
এছাড়া উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্য ও কমিউনিটি পুলিশ সদস্যরা , রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বিকেল ৩টায় অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে জাতীয় সংগীত, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ প্রদর্শন, ডকুমেন্টারি প্রদর্শন, লিফলেট পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
মানবকণ্ঠ/এমএ
আরো সংবাদ

