শাশুড়ি ও শ্যালিকাকে অজ্ঞান করে শ্বশুর বাড়ি লুট, জামাই উধাও


- অনলাইন ডেস্ক
- ০৪ মার্চ ২০২১, ২০:১৫
চাঁদপুরের হাজীগঞ্জে শাশুড়ি ও শ্যালিকাকে অজ্ঞান করে শ্বশুর বাড়ি লুটের ঘটনা ঘটেছে। বুধবার (৩ মার্চ) রাতে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ফকির মোহাম্মদ বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে যখন পরিবারের সবাই যখন ঘুমিয়ে ছিলো তখন খাজা আহমেদ নামের ওই জামাই নেশাজাতীয় দ্রব্য ছিটিয়ে অচেতন করে সব লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী মো. শামীম বলেন, আমার মা ও ছোট বোন শামীমা আক্তার ও বড় বোন নাজমা আক্তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ আমার সেজো বোনের জামাই খাজা আহমেদ ঘরে ঢুকে নেশাজাতীয় দ্রব্য নাকে মুখে দেয়। পরে সে সবাইকে অচেতন করে ঘরে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন, কানের দুল মোবাইলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।
বৃহস্পতিবার (৪ মার্চ) এ ব্যাপারে নাজমা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিয়োগ করেছেন।
নাজমা জানান, খাজা আহমেদ চুরির দায়ে কয়েকবার জেলে ছিলো।
হাজীগঞ্জ থানার মামলা তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মানবকণ্ঠ/এনএস
আরো সংবাদ

