প্লিজ গুঁতাগুঁতি আর না: একরামুল


- অনলাইন ডেস্ক
- ২২ জানুয়ারি ২০২১, ১৭:৫৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
বৃহস্পতিবার রাতে সাংসদ একরামুল ফেসবুক লাইভে দেওয়া সংক্ষিপ্ত একটি ভিডিও বার্তায় এ মন্তব্য করেন। ২৭ সেকেন্ডের ভিডিওটি রাতেই ভাইরাল হয়ে যায়। তবে সাংসদ একরামুল করিমের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচারের কয়েক মিনিটের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত একটার দিকে এবং গতকাল শুক্রবার সকালে জেলা শহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে তাঁরা কাদের মির্জার বিরুদ্ধে নানা স্লোাগান দেন। অন্যদিকে শুক্রবার বিকালে সাংসদ একরামুল করিম চৌধুরী আরেক বার ফেসবুক লাইভে আসেন। সেখানেও তিনি কাদের মির্জাকে নিয়ে কথা বলেন।
ভাইরাল হওয়া ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার পরিবারের লোক এই পর্যায়ে এসেছে, তাঁর ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলব। আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে। তাহলে আমি এটা নিয়ে শুরু করব।’
দ্বিতীয় বার লাইভে এসে তিনি বলেন, ‘আমি কালকের রাতে একটা স্ট্যাস্টাস দিয়েছিলাম। সেটা মির্জা কাদেরকে বুঝিয়েছি। ওবায়দুল কাদের ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মির্জা কাদেরের পরিবারটা হলো মুক্তিযোদ্ধা বিরোধী।’
নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, ‘আপনারা দুর্বৃত্তায়নের রাজনীতি মির্জা কাদের আমার বিরুদ্ধে যা করেছেন, আমার গালে গালে জুতা মেরেছেন। আমার গত ১৮ বছরের কষ্টের সাধনা আমি আওয়ামী লীগকে এই পর্যন্ত এনেছি নোয়াখালীতে। সেই আওয়ামী লীগের সেক্রেটারী হিসেবে জুতা মেরেছেন। এটার প্রতিবাদে আপনারা যেভাবে রাস্তাঘাটে নোয়াখালী আওয়ামী লীগ জেগে উঠেছিলেন, সারা নোয়াখালী আওয়ামী লীগ যেভাবে উত্তপ্ত হয়ে গেছেন আমি আজকে আপনাদেরকে দিকনিদের্শনা দিচ্ছি, দয়া করে পার্টি প্রধানকে যদি ভালোবাসেন, যদি ওবায়দুল কাদেরকে ভালোবাসেন, আমি অনুরোধ করবো কেউ আর প্রতিবাদ করবেন না। কোনো ধরনের গণজমায়েত করবেন না। আমরা দলের বিরুদ্ধে এইগুলো করলে দলের ক্ষতি হয়ে যাবে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা ভালোবাসি শেখ হাসিনাকে, আমরা ভালোবাসি নোয়াখালী আওয়ামী লীগকে। শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখতে হয় প্লিজ গুঁতাগুঁতি আর না। মির্জা সাহেব এমন কোনো ব্যক্তি না যে উনার সাথে ফাইট করতে হবে। আমাদের যদি কোনো ধরনে গ্যাপ থাকে আমাদের নেতারা ডেকে মিনিমাইজ করে দিবে এটাই আমার আশা।’
মানবকণ্ঠ/এসকে
আরো সংবাদ

