লায়ন্স ক্লাবের উদ্যোগে হোমনায় কম্বল বিতরণ


- অনলাইন ডেস্ক
- ১৩ জানুয়ারি ২০২১, ২০:০৬, আপডেট: ১৩ জানুয়ারি ২০২১, ২১:০২
কুমিল্লার হোমনায় পৃথিবীর সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ১, বাংলাদেশের অন্যতম সেরা লায়ন্স ক্লাব অফ ঢাকা কিংস ও লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত রোববার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে ঢাকা কিংস লায়ন, লিও পরিবারের সার্বিক সহযোগিতায় অসহায় দরিদ্র ৬৫ জন শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কিংস লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মো. কামাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি লায়ন সজিব হোসাইন বাবু, ক্লাব পরিচালক লায়ন মোর্শেদা আক্তার, লায়ন চন্দন লাল রয়, লায়ন ইকবাল হোসাইন সজিব, লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টারের প্রতিষ্ঠাতা সভাপতি লিও মো. রাসেল আহমেদ, ব্র্যান্ডিং চেয়ারম্যান লিও সারমিন সুলতানা রুমা, লিও নজরুল ইসলাম, লিও মো. ইয়াদী, লিও মো. সিফাত, লিও মো. তুহিন মিয়া, লিও মো. রনি সরকার প্রমুখ।
আরো সংবাদ
