ডাকাতির প্রস্তুতিকালে আটক ৮


- অনলাইন ডেস্ক
- ১৩ জানুয়ারি ২০২১, ১১:০০
ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে তাদের ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড, ছোরা ও পল ইত্যাদি জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, নাসিরনগর সদর থেকে এক কিমি দূরে নাসিরনগর-তিলপাড়ার রাস্তার মাঝখানে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন খবর আসে।
নাসিরনগর থানার ওসি এটিএম আরিচুল হকের নেতৃত্বে রাতে টহলরত পুলিশের কয়েকটি দল কৌশলে ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় নাসিরনগর থানায় আটজনকে আসামি করে ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ওই এলাকায় কিছু ডাকাত সদস্য ডাকাতির পরিকল্পনা করছে। এ সময় আমাদের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে আট ডাকাতকে আটক করতে সক্ষম হন।
আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।
মানবকণ্ঠ/আইএইচ
আরো সংবাদ
