সৈয়দপুরে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা, বড় ভাই গ্রেফতার


- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ০৪ ডিসেম্বর ২০২০, ২০:২০, আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৩৫
নীলফামারীর সৈয়দপুরে ছোট ভাই হত্যা মামলায় আসামি বড় ভাই জাকির হোসেন আবির (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে (৪ ডিসেম্বর) নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বড়ুয়া ডাঙ্গাপাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।
জাকির সৈয়দপুর উপজেলা শহরের বাঁশবাড়ি এলাকার খন্দকার আরিফ হোসেন মানিকের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে ছোট ভাই ইমরান হোসেন খন্দকারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বড় ভাই জাকির। আহতাবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর এক’শ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
এ ঘটনায় নিহতের স্ত্রী সাবরিনা আফসানা তিথি বাদী হয়ে খন্দকার জাকির হোসেন আবিরকে আসামি করে সৈয়দপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামি আবিরকে ধরতে তৎপরতা শুরু করে পুলিশ।
সৈয়দপুর থানার পরিদর্শক(তদন্ত) আতাউর রহমান জানান, গ্রেফতার আবির শ্বশুর আফসার আলীর বাড়িতে লুকিয়ে ছিলো। থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদুর রহমান ও ইন্দ্র মোহন রায়ের নেতৃত্বে শ্বশুড় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মানবকণ্ঠ/এনএস
