মাদারীপুরে মাদকসহ ইউপি সদস্য ও শিক্ষক আটক


- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ০৬ এপ্রিল ২০২০, ২২:৩৫
মাদারীপুরে মাদকসহ এক ইউপি সদস্য ও এক স্কুল শিক্ষকসহ আরো চারজনকে আটক করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- পেয়ারপুরের টিটু মৃর্ধা (৫৫), মস্তফাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড'র ইউপি সদস্য মনজুর হোসেন মিন্টু সিকদার, মস্তফাপুরের ইলিয়াছ হাওলাদার (৩৫) ও সায়েম মুন্সি (৩৫) এবং মস্তফাপুর হাই স্কুলের শিক্ষক সুৃমন হোসেন মাতুব্বর (৩৬)। একই অভিযানে বোরহান উদ্দিন (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ী ১৫০ পিছ ইয়াবাসহ আটক হয়।
রবিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এএসআই আলামিন খন্দকারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট পপুলার হাই স্কুল এন্ড কলেজ সংলগ্ন ব্রিজের নিচ থেকে ৯ পিছ ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বদরুল আলম মোল্লা মানবকণ্ঠকে বলেন, এএসআই আলামিনের নেতৃত্বে ছয়জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়েছে। ওই ইউপি মেম্বারকে কিছুদিন আগেও মাদকসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছিলো। আটককৃতদের নামে রাজৈর থানায় মাদক মামলা রুজু হয়েছে।
মানবকণ্ঠ/এইচকে/নাজমুল
আরো সংবাদ
