কলাপাড়ায় কন্যা শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, যুবক গ্রেফতার


- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ০২ এপ্রিল ২০২০, ১২:২৪, আপডেট: ০২ এপ্রিল ২০২০, ১২:৪৮
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুরে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১১) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দুই সন্তানের জনক কালাম বেপারীকে (৩৮) বুধবার গ্রেফতার করেছে পুলিশ।
শ্লীলতাহানীর ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এর আগে এ বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য মঙ্গলবার রাতে মহিপুর থানার নজিবপুর গ্রামে শালিস বৈঠক বসে। শ্লীলতাহানীর চেষ্টাকারী দুই সন্তানের জনক কালাম বেপারীকে গ্রাম্য সালিস বৈঠক ডেকে ১০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ ওঠে স্থানীয় ইউপি সদস্য সহ ক’জন প্রভাবশালীর বিরুদ্ধে।
ভিকটিমের পরিবার সূত্র জানায়, সোমবার (৩০মার্চ) শেষ বিকালে বাড়ির উঠানে খেলার সময় প্রতিবেশী কালাম বেপারী ওই শিশুটিকে ডেকে ঘরে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় কালামের স্ত্রী শিশুটিকে শ্লীলতাহানীর হাত থেকে রক্ষা করে।
মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, পুলিশ অভিযুক্ত কালাম বেপারীকে আটক করেছে। এ ঘটনায় ভিকটিম পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
মানবকণ্ঠ/এইচকে
আরো সংবাদ
