মুজিববর্ষে নিজের রেশন দরিদ্রদের দেবেন ওসি মোমিন


- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ১৫ মার্চ ২০২০, ১৪:৩৫
জাতির পিতার জন্মশত বার্ষিকীতে (মুজিববর্ষে) নিজের প্রাপ্ত রেশন দরিদ্রদের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম মোমিন। রবিবার দুপুরে (১৫মার্চ) নীলফামারী সদর উপজেলায় মুজিবর্ষ উদযাপন বিষয়ক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
বক্তব্য দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।
ওসি মোমিনুল ইসলাম মোমিন বলেন, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এই সময়তো আর পাবো না। বঙ্গবন্ধু না হলে প্রিয় এই দেশটিকে পেতাম না। তার কারণে আমি আজ পুলিশ কর্মকর্তা হতে পেরেছি। মুজিবর্ষে আমার প্রাপ্ত রেশন দরিদ্র মানুষগুলোর মাঝে বিলিয়ে দিবো।
উপজেলা পর্যায়ে সরকারী বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এতে।
মানবকণ্ঠ/এইচকে/আলম

