কলাপাড়ায় মাদক সম্রাট মিজু মাষ্টার আটক


- অনলাইন ডেস্ক
- ০৭ মার্চ ২০২০, ২০:৩৫
পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সম্রাট বলে খ্যাত মো. মিজানুর রহমান ওরফে মিজু মাষ্টার (৩৫) শুক্রবার বিকেলে পুলিশের হাতে আটক হয়েছে। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পূর্বটিয়াখালী গ্রামের তৈয়ব আলীর ছেলে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আবুল হোসেন জানান, একাধিক মাদক মামলার আসামী মিজানুর রহমান মিজু মাষ্টার কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।
মানবকণ্ঠ/এআইএস
আরো সংবাদ

