ঘুষ নেওয়ার সময় জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ আটক ২


- প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
- ০৭ অক্টোবর ২০১৯, ১৫:৪১
ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান ও তার অফিস সহকারী জুলফিকার আলীকে আটক করেছে দুদক।
সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে দুদক তাদের দুজনকে ৫০ হাজার টাকাসহ হাতে নাতে আটক করে। পরে দুদক কর্মকর্তারা আটককৃতদের দিনাজপুরে নিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান দুদক দিনাজপুর অঞ্চলের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান ও উপসহকারী পরিচালক আহসানুল কবির পলাশ। পরে ওই শিক্ষা কর্মকর্তার শহরের হাজীপাড়ার ভাড়াটে বাসায় দুদক অভিযান চালায় ।
মানবকণ্ঠ/জেএস
আরো সংবাদ
