Image description

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা ২৬ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর ৯টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

উপসহকারী প্রকৌশলী পদের রচনামূলক লিখিত পরীক্ষা ২৭ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর খিলক্ষেতের কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা নেওয়া হবে।

প্রার্থীদের কাছে ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন কপি সঙ্গে আনতে হবে।

পরীক্ষার হলে ক্যালকুলেটর, মুঠোফোন, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।

নিয়োগ পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।

মানবকণ্ঠ/এসআরএস