স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট


  • অনলাইন ডেস্ক
  • ০৩ জুন ২০২৩, ২১:৪৪

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এক গৃহবধূকে মারধর করে স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা যায় । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার নান্নার ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।

জানা গেছে, উপজেলার নান্নার ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আয়েন আলীর ছেলে ব্যবসায়ী আসলাম হোসেন রাতে ঘরের বাইরে বের হয়। এসময় তার অনুপস্থিতিতে স্ত্রী রোমানা আক্তারের শয়ন কক্ষের ভিতরে ৩/৪ জন মুখোশধারী দুষ্কৃতিকারী ঢুকে মারধর করে আলমারি থেকে নগদ ৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে রাতেই গৃহবধূ রোমানাকে আহত অবস্থা চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে আসলামের ভাই শুকুর আল মামুন বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মানবকণ্ঠ/এসএ


poisha bazar