চলমান উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা দূর হবে: মেয়র আতিক

- অনলাইন ডেস্ক
- ৩১ মে ২০২৩, ২১:৩৭
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নতুনভাবে সংযুক্ত ওয়ার্ডের প্রধান সড়কগুলোর উন্নয়ন কাজ চলমান। এসব কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হবে এবং জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হবে।
বুধবার রাজধানীর কাওলা মধ্যপাড়া প্রধান সড়ক এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ৪৪ থেকে ৫৪ এই ১১টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। এ কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য ৪০২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তবে করোনা এবং বৈশ্বিক যুদ্ধের জন্য আমাদের উন্নয়ন কাজ শুরু হতে কিছুটা সময় লাগছে। আমরা কিছু কিছু কাজ শুরু করেছি। টেকসই উন্নয়নের জন্য ড্রেনগুলোতে ৬ফিট ব্যাসের পাইপ বসাচ্ছি। ড্রেন করার পরেই রাস্তা করতে হবে। না হলে জলাবদ্ধতা সৃষ্টি হবে।
এসময় এলাকাবাসীর পক্ষে কয়েকজন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দক্ষিণখান এলাকায় স্ট্রিট লাইট লাগানো, গ্যাস ও পানির সরবরাহ নিশ্চিত করা এবং রাস্তাগুলোর উন্নয়নের দাবি জানান তারা।
৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।
মানবকণ্ঠ/এসআরএস


