টঙ্গীতে দলনেতাসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

- অনলাইন ডেস্ক
- ০২ এপ্রিল ২০২৩, ১৫:৩৪
গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। রবিবার (২ এপ্রিল) ভোরের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যান কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চাঁদপুরের মো: শামীম (২৩), গাজীপুরের মো: সালমন মিয়া (২২), রংপুরের রবি রায় (২০) এবং ঢাকার মো: নুরনবী @ বাবু (৪২)।
র্যাব জানায়, র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যান কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের দলনেতাসহ ৪ ছিনতাইকারী সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ০১ টি সুইচ গিয়ার চাকু, ০১ টি চাকু ও ০২ টি স্পেয়ার ব্লেড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাই চক্রের দলের নেতা মো: শামীম ও তার সহযোগী মো: সালমন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।


