বিশ্বরেকর্ডের অভিপ্রায়ে সবুজ মানবপ্রাচীর


  • অনলাইন ডেস্ক
  • ২৬ মার্চ ২০২৩, ১৯:১০

'সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি, জলবায়ু পরিবর্তন একসাথে রুখি' - স্লোগান নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার অভিপ্রায়ে মানবপ্রাচীরের আয়োজন করেছে গ্লোবাল ল থিংকার্স সোসাইটি।

রোববার (২৬ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ মানবপ্রাচীর তৈরি করা হয়। স্কুল শিক্ষার্থী, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন সংগঠনের কর্মীদের মিলনে এ সময় এক বিশাল মানবপ্রাচীর সৃষ্টি হয়।

ঢাকা ছাড়াও ভারত, নেপাল, মেক্সিকো, পাকিস্তান, মালয়, আইভরি কোস্ট, হাঙ্গেরি, গাম্বিয়া, ক্যামেরুন, অস্ট্রেলিয়াসহ ১০টি দেশ একত্রে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে। চারারোপণের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার কিপার্স বাংলাদেশের নির্বাহী কো-অর্ডিনেটর শরিফ জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের জাতীয় উপ-কমিশনার (স্বাস্থ্য) জামাল উদ্দীন শিকদার, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেইভ ডাউলন্ড প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরিফ জামিল বলেন, 'জলবায়ু পরিবর্তনের ফলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন একইসঙ্গে মানবিক বিপর্যয়ও ডেকে নিয়ে আসে। সুতরাং আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী দেওয়ার জন্য এখন থেকেই জলবায়ু পরিবর্তন রোধে কাজ করতে হবে।'

গ্লোবাল ল থিংকার্স সোসাইটির সভাপতি রাওমান স্মিতা বলেন, 'বাংলাদেশের নদী, বন ও পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশব্যাপী ১০ লাখ গাছ লাগানো ও পৃথিবীব্যাপী ১ কোটি গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং সে লক্ষ্যে তহবিল সংগ্রহ করছি। যার মাধ্যমে অনেকাংশেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সম্ভব। আমরাই প্রথম সংগঠন, যারা ক্রস বর্ডার চারারোপণ শুরু করেছি। এছাড়া দ্রুতই শিক্ষার্থীদের জন্য পরিবেশ শিক্ষামূলক ক্যাম্পেইন শুরু করা হবে।'

মানবকণ্ঠ/এফআই


poisha bazar