পুলিশের এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ জন গ্রেপ্তার


  • অনলাইন ডেস্ক
  • ২৫ মার্চ ২০২৩, ১৯:৪৯,  আপডেট: ২৫ মার্চ ২০২৩, ১৯:৫৭

রাজধানীর তুরাগ এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রউফ, রাজু ও ফারুক মিয়া ওরফে টুলু।

শনিবার (২৫ মার্চ) তুরাগ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।

ডিসি মোর্শেদ আলম বলেন, তুরাগ থানার ফুলবাড়ীয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে বৃহস্পতিবার (২৪ মার্চ) কয়েকজন কারবারি মাদক বেচাকেনা করছে বলে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান খান ফোর্সসহ রাত ৭টার দিকে ঘটনাস্থলে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও এজাহারভুক্ত এক নম্বর আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে ছিল। সেখান থেকে বের হয়ে সে এসআই শাহিনুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর এসআই শাহিনুরকে জরুরি ভিত্তিতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত আব্দুর রউফ, রাজু ও ফারুক মিয়া ওরফে টুলুকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সবাই পেশাদার মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তুরাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মানবকণ্ঠ/আরএইচটি


poisha bazar