মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩


  • অনলাইন ডেস্ক
  • ৩০ জানুয়ারি ২০২৩, ১০:৫০

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ৯৭ দশমিক ২ গ্রাম ৫৩ পুরিয়া হেরোইন, ১২৮ বোতল ফেনসিডিল, ১৮০ বোতল (২০ লিটার) দেশি মদ, ৫৫ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা, ১৪ হাজার ৩৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা হয়েছে।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar