চাচিকে নিয়ে ভাতিজা উধাও


- অনলাইন ডেস্ক
- ০১ মার্চ ২০২১, ১২:৪৫
রাজধানী ঢাকার ধামরাইয়ে চাচিকে নিয়ে পালিয়ে গেছে এক ভাতিজা। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। চাচিকে নিয়ে পালিয়ে যাওয়া জুয়েল ওই গ্রামের কাবিল উদ্দিনের ছেলে। চাচি রুপালি জুয়েলের চাচা আলীমের স্ত্রী।
জানা গেছে, বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল চাচার স্ত্রী রুপালির সাথে ভাতিজা জুয়েলের। চাচার সাথে বিয়ের সময় কোন আপত্তি করেনি জুয়েল। এরপর গত বুধবার তারা দুজন বাড়ি থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে ভাতিজা জুয়েলের বাবা কাবিল উদ্দিন বলেন, বিষয়টি খুবই লজ্জাজনক।
মানবকণ্ঠ/এনএস
আরো সংবাদ

