হাসপাতালে ভর্তি আরো ২১ ডেঙ্গু রোগী


- নিজস্ব প্রতিবেদক
- ২৩ নভেম্বর ২০২০, ১০:১২
করোনা মহামারীর মধ্যেই রাজধানীর মানুষের কাছে নতুন করে ভয়ের কারণ হয়ে উঠছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন।
সর্বশেষ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্য ঢাকায় ১৯ এবং ঢাকার বাইরে দুইজন রয়েছেন। এরই মধ্যেই অক্টোবর মাসের চেয়ে নভেম্বরের ২২ দিনে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল শনাক্তে অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। এ অভিযানে ভাটা পড়ায় আবার ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। শুধু মৌসুমে তৎপর হলে হবে না; সারা বছর ধরেই এডিস মশা নিধনে কাজ করতে হবে। মশা নিধনের কার্যক্রম চলমান রাখতে হবে সিটি কর্পোরেশনকে। সেই সাথে নাগরিকদের নিজেদেরও সতর্ক থাকতে হবে; ঘরের আনাচে-কানাচ পরিস্কার রাখতে হবে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৭ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি সাতজন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯২০ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত ছয়টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
