কয়েলের আগুনে পুড়ল তিন প্রাণ


- অনলাইন ডেস্ক
- ২৮ মার্চ ২০২০, ১২:২৬, আপডেট: ২৮ মার্চ ২০২০, ১২:৩০
রাজধানীর মিরপুরে একটি বাড়িতে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘেটে।
নিহতরা হলেন— কল্পনা (৩৫), জান্নাত (১৩) এবং কাউসার (৮)। তাদের সম্পর্কে বিস্তারিত তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়। পরে তারা বাড়ি থেকে লাশ উদ্ধার করে। ইউএনবি ।
আরো সংবাদ
