কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী করোনায় আক্রান্ত

- অনলাইন ডেস্ক
- ১৩ মার্চ ২০২০, ১০:২৭
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের–ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোফিকে নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথক রাখা হবে বলে জানিয়েছে ট্রুডোর কার্যালয় থেকে। খবর এএফপির।
তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সুস্থ আছেন।
খবরে জানানো হয়, সোফির শরীরে করোনাভাইরাস এখনো প্রকট হয়ে ওঠেনি।
বুধবার যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের পর ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের খানিকটা অসুস্থ বোধ করেন। এরপর থেকে ট্রুডো ও তাঁর স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে আছেন। তবে ট্রুডোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি। আর তাঁর স্ত্রীর শারীরিক পরীক্ষা করা হয়।
মানবকণ্ঠ/এইচক

